• পিইসি পরীক্ষার্থী ও অধ্যক্ষ স্যার

    পিইসি পরীক্ষার্থী ও অধ্যক্ষ স্যার

Message Corner
Welcome to Shishu Academic Ideal School & College, Rangpur

পরিচালক ও অধ্যক্ষের বাণী

প্রিয় শিক্ষার্থী“, সম্মানিত অভিভাবক ও শুভানুদ্ধায়ী, আস্সালামু আলািইকুম/আদাব

প্রীতি ও শুভেচ্ছা রইল। অশেষ শুকরিয়া মহাজ্ঞানী ও অফুরন্ত রহমতের মালিক মহান আল্লাহ তায়ালার প্রতি, যার অশেষ রহমতে আমাদের আজকের এ অবস্থায় আসা। 

আপনারা নিশ্চয় জানেন যে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাই হল সকল উচ্চ শিক্ষার মূল ভিত্তি। একটি শিশুর ব্যক্তিত্ব গঠনে ও ভবিষ্যতে সে দেশ সেবায় কিরুপ ভুমিক রাখবে তার প্রস্তুতি এ-স্তরে নিতে হয়। এজন্য চাই সুস্থ্য, সুন্দর পরিবেশে সঠিক ভাবে পড়ালেখা ও নৈতিক শিক্ষার ব্যবস্থা। কিন্তু পরিতাপের বিষয় যে, আমাদের দেশে হাতে গনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া এরুপ ব্যবস্থা খুব বেশী নেই। অনেক সাধ থাকা সত্বেও শিশুদের মনের মত করে তৈরী করা সম্ভব হয় না। শিশুরা বেড়ে উঠবে শিশুদের মাঝে, পড়া লেখা করবে আনন্দের সাথে, তাদের জীবন তৈরী হবে আদর্শের ভিত্তিতে। কিন্তু পারিপার্শিক অবস্থার কারণে তা অনেকটাই সম্ভব হয় না। 

সকাল প্রেক্ষাপট বিবেচনায় রেখে উন্নত স্কুল সমুহের অনুকরণে ব্যক্তিগত উদ্যোগে আপনাদের সন্তানদের উন্নতমানের পরিবেশ, স্বাস্থ্য সম্মত বিনোদন এবং ধর্মীয় অনুশাসনে সুন্দর নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্ঠা। 

পরিশেষে মেধার ভিত্তিতে আপনাদের সন্তানদের অত্র প্রতিষ্ঠানে ভর্তি করে অত্যাধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আদর্শ

 মানুষ হিসেনে ওঠার সুযোগ করে দেয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। 

 

ধন্যবাদান্তে- 

মো. মহির আলী 

পরিচালক ও অধ্যক্ষ: শিশু একাডেমিক আইডিয়াল স্কুল এন্ড কলেজ

পরিচালক : শিশু একাডেমিক কোচিং সেন্টার 

Read More
Why Should you Choose Shishu Academic Ideal School & College, Rangpur ?

প্রতিষ্ঠানের উদ্দেশ্য 
শিশু একাডেমিক আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রংপুর প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের দৈহিক, মানসিক, বুদ্ধিগত, সামাজিক ও নৈতিক গুনাবলীর বিকাশ ঘটিয়ে দেশ ও সমাজের চাহিদা মোতাবেক একজন সু-নাগরিক রুপে গঠনের লক্ষে সম্পূরক ও সহ শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে চৌকষ শিক্ষার্থী গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। 

প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য 
ক. সম্পূর্ণ মনোরম সুষ্ঠ, সু-শৃঙ্খল, নিরিবিলি পরিবেশ ও কঠোর নিরাপত্তায় পাঠদান। 

খ. সর্বাধুনিক ডিজাটাল মাল্টিমিডিয়া শিক্ষা পদ্ধতি, কম্পিউটার, প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম ব্যবহার এর মাধ্যমে পাঠদান। 

গ. প্রতিষ্ঠানের ওয়েব সাইড ও ফেসবুক এবং ম্যাসেজের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত ও অন্যান্য তথ্য পাওয়া যায়। 

ঘ. সঠিক ও নির্ভূল শিক্ষা সহ সকল দায়িত্ব প্রতিষ্ঠানের। 

ঙ. দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য মেকাপ ও ডিটেনশন ক্লাশের ব্যবস্থা সর্বোপরি শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবককে চিন্তা মুক্ত রাখা। 

চ. ছাত্র-ছাত্রীদের পৃথক হোস্টেল ব্যবস্থা রয়েছে। 

ছ. মেধাবী শিক্ষার্থীদের পুরুস্কার প্রদান করা। 

জ. গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য সুব্যস্থা রয়েছে। 

ঝ. নুরাণী পদ্ধতীতে ও শুদ্ধভাবে প্রয়োজনীয় সুরা ও আয়াতসহ তিনপারা পর্যন্ত কুরআন হেফজ করানো হয়।

Our Teachers
counter Img
274

HAPPY STUDENTS

counter Img
12

DUTYFUL TEACHERS

counter Img
2

HELPFUL STAFF

counter Img
1

TOTAL BRANCH